মৎস্য সম্পদ রক্ষার্থে একটি জরুরী বিজ্ঞপ্তি
এতদ্বারা সকলের অবগতির জন্য জানানো যাচ্ছে যে, মৎস্য সুরক্ষা ও সংরক্ষণ আইন -১৯৫০ অনুযায়ী স্থিরকৃত কোন জাল দিয়ে নদী বা খালে মাছ ধরা দন্ডনীয় অপরাধ। তা সত্ত্বেও কতিপয় অসাধু জেলে উক্ত আইন অমান্য করে খালে ও স্লুইজের মোহনায় স্থিরকৃত ছোট ফাঁসের জাল ( নেট জাল, চাক জাল ইত্যাদি) ব্যাবহার করে বিভিন্ন প্রজাতির মাছের রেনু পোনা, ডিমওয়ালা মাছ ধ্বংস করছে মর্মে জানা যায়। মৎস্য সম্পদ রক্ষার্থে স্থিরকৃত কোন জাল ( নেট জাল, চাক জাল ইত্যাদি) দিয়ে নদী বা খালে মাছ ধরা থেকে বিরত থাকার জন্য অনুরোধ করা হলো। অবৈধভাবে মৎস্য আহরণকারীদের বিরুদ্ধে আইনানুগ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। সকলকে মৎস্য সম্পদ রক্ষায় সহযোগিতা করার জন্য অনুরোধ করছি।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS