Pangasius Pangasius বা দেশী পাঙ্গাস / নদীর পাঙ্গাস এর উপস্থিতি বাজারে উল্লেখযোগ্য। বিক্রেতারা অনেকেই একে পাঙ্গাস টেংরা / বা নদীর টেংরা বলে থাকেন। মৎস্য অাইনে নভেম্বর থেকে জুলাই ০৯ মাস ৩০ সেমি এর ছোট পাঙ্গাস ধরা, ক্রয়, বিক্রয়, পরিবহন, মজুদ নিষিদ্ধ। মূলত বড় অাকারের চাইয়ের মধ্যে অাকৃষ্টকারী খাবার দিয়ে এদের পোনাগুলি নিধন করা হয়। বর্তমানে নদী গুলোতে সকল ধরনের fishing gear/net এ কমবেশি পাঙ্গাস ধরা পরতে দেখা যায়। ইলিশের ন্যায় পাঙ্গাস মাছের ও রয়েছে অপার সম্ভাবনা। ছবির মাছগুলো অাজকে নিউমার্কেট থেকে তোলা। ৫০০ গ্রাম থেকে ১০০০গ্রাম ওজনের।
পরিকল্পনা ও বাস্তবায়নে: মন্ত্রিপরিষদ বিভাগ, এটুআই, বিসিসি, ডিওআইসিটি ও বেসিস