Wellcome to National Portal

মৎস্য সম্পর্কীয় সকল সেবা ও পরামর্শ গ্রহণের জন্য সিনিয়র উপজেলা মৎস্য দপ্তর,পটুয়াখালী সদরে আপনাকে সুস্বাগত

মেনু নির্বাচন করুন
Main Comtent Skiped

১ নভেম্বর থেকে ৩০ জুন পর্যন্ত সারাদেশে জাটকা ইলিশ (২৫ সে.মি. এর ছোট) মাছ আহরণ, পরিবহন, ক্রয়-বিক্রয়, মজুদ, বাজারজাতকরণ, বিনিময়, পরিবহন করা সম্পূর্ণ নিষিদ্ধ ও আইনত দন্ডনীয় অপরাধ।                     সামুদ্রিক মৎস্য আইন ২০২০ ও সামুদ্রিক মৎস্য বিধিমালা ২০২৩ অনুযায়ী পটুয়াখালী জেলাধীন সমুদ্রগামী সকল আর্টিসনাল নৌযানের অনুমতি পত্র প্রদান করা হচ্ছে ।নৌযান মালিকদের অনুমতিপত্র গ্রহণের জন্য  উপজেলা মৎস্য দপ্তরে যোগাযোগ করার জন্য অনুরোধ করা হলো


কী সেবা কীভাবে পাবেন

সেবার বিবরণ ও প্রদানের সময়সীমা                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                                

ক্রমিক নং

সেবাসমূহ

সেবা গ্রহনকারী ( ক্লায়েন্ট)

সেবা প্রদানের সময়সীমা

১.

মৎস্য উৎপাদন বৃদ্ধির কার্যকর ব্যবস্থা/ পরিকল্পনা গ্রহণের মাধ্যমে জনগণকে পুষ্টি যোগানের সহায়তা প্রদান।

মৎস্য চাষী/ উদ্যোক্তা

অফিস সময়ে

২.

মৎস্য চাষ বিষয়ক বিষয় ভিত্তিক প্রশিক্ষণ/ মত বিনিময় সভা আয়োজনের মাধ্যমে সম্প্রসারণ সেবা প্রদান।

মৎস্য চাষী/ উদ্যোক্তা

অফিস সময়ে

৩.

অফিসে আগত মৎস্যচাষীদের মৎস্য চাষ বিষয়ক  পরামর্শ সেবা প্রদান।

মৎস্য চাষী/ উদ্যোক্তা

অফিস সময়ে

৪.

মৎস্য চাষ সম্প্রসারণের লক্ষ্যে ব্যক্তি/ প্রতিষ্ঠানকে মৎস্য ঋণ প্রাপ্তিতে সহায়তা সেবা প্রদান।

মৎস্য চাষী/ উদ্যোক্তা

অফিস সময়ে

৫.

মৎস্য চাষের আধূনিক উপকরণ ও যন্ত্রপাতি সংগ্রহে সংশ্লিষ্ট জনগনকে সহায়তা সেবা প্রদান।

মৎস্য চাষী/ উদ্যোক্তা/ মৎস্যজীবি

অফিস সময়ে

৬.

বাণিজ্যিক ভিত্তিতে জনগণকে মাছ চাষে উদ্বুদ্ধকরণ ও কারিগরী সহায়তা সেবা প্রদান।

মৎস্য চাষী/ উদ্যোক্তা/ মৎস্যজীবি

অফিস সময়ে

৭.

দেশী প্রজাতির মৎস্য সংরক্ষণ ও  সম্প্রসারণে সহায়তা সেবা প্রদান।

মৎস্য চাষী/ উদ্যোক্তা/ মৎস্যজীবি

অফিস সময়ে

৮.

মাছ ও চিংড়ি অবতরণ কেন্দ্র/ ডিপো পরিদর্শন এবং সেগুলোর পরিস্কার-পরিচ্ছন্নতা রক্ষায় পরামর্শ সহায়তা সেবা প্রদান।

অবতরন কেন্দ্র/ উদ্যোক্তা/ জনগণ

অফিস সময়ে

মৎস্যজীদের তালিকা হালনাগাদকরন,ভিজি িএফ বিতরনে সহায়তা প্রদান উপজেলার জেলে যে কোন সময়ে
১০ বিল নার্সারি স্থাপন,মৎস্য অভয়াশ্রম স্থাপন করে প্রাকৃতিক জলাশয়ে মাছের উৎপাদন বৃর্দ্ধিতে সহায়তা প্রদান মৎস্যচাষ/মৎস্যজীবি  

১১

জনস্বার্থে প্রয়োজনীয় অন্যান্য যে কোন সহায়তা সেবা প্রদান।

মৎস্য চাষী/ উদ্যোক্তা/ জনগণ

অফিস সময়ে

১২ সমুদ্রগামী মাছ ধরার ট্রলারের অনুমতিপত্র প্রদান ট্রলার মালিকগণ অফিস সময়ে
১৩ মৎস্য সংরক্ষণ আইন সঙক্রান্ত সেবা প্রদান - যে কোন সময়ে
১৪ মৎস্য হ্যাচারী রেজিষ্ট্রেশন করা ও নবায়ন করা হ্যাচারী মালিকগণ অফিস সময়ে
১৫ খাদ্য বিক্রেতার/আমদানীকারক/উৎপাদনকারীর লাইসেন্স প্রদান ও নবায়ন করা  মৎস্য খাদ্র বিক্রেতা অফিস সময়ে